রায়পুরাতে বিএনপি-জামায়াতের হরতাল,অবরোধের বিরুদ্ধে যুবলীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল
রাজ উদ্দিন রায়পুরা নরসিংদী থেকেঃ
নরসিংদীর রায়পুরায় বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন,
অগ্রযাত্রা ও গণতন্ত্রকে বাঁধাগ্রস্ত করতে সারাদেশের চলমান বিএনপি
জামায়াতের ডাকা হরতাল অবরোধ নৈরাজ্য সহিংস রাজনৈতিক কর্মকান্ডের প্রতিবাদে
রায়পুরা উপজেলা যুবলীগের আয়োজনে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।
গত
বৃহস্পতিবার বিকেলে ঢাকা সিলেট মহাসড়ক উপজেলার মির্জাপুর ইউনিয়নের
মাহমুদাবাদ নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকায় শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়।
বিকেলে বিক্ষোভ মিছিলটি নীলকুঠি বাজারের বিভিন্ন রাস্তা ঢাকা সিলেট মহাসড়ক পদক্ষিণ করে সড়কের পাশে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে
উপজেলা যুবলীগের সভাপতি মিলন মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকী, জেলা আওয়ামী
যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, সাংগঠনিক সম্পাদক ইফতিখার উদ্দিন খা
নিপন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির সরকার, সাংগঠনিক সম্পাদক
রফিক ভূইয়া ও কাজল আহমেদ রাজু, সহ সম্পাদক আরমান মোল্লা, যুবলীগের উপ
প্রচার সম্পাদক মো জাহাঙ্গীর মিয়া, উপজেলা আ,লীগের উপ প্রচার সম্পাদক ডা
আসাদ, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মঞ্জর এলাহী, রাধানগর ইউপি চেয়ারম্যান
খোরশেদ আলম তপন, ডৌকারচর ইউপি চেয়ারম্যান মাসুদ ফরাজী, মির্জাপুর ইউনিয়ন
আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম ভূইয়া, মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি
সাখাওয়াত হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক উমর ফারুক, উপজেলা ছাত্রলীগের সিনিয়র
সহ-সভাপতি আল আমিন হোসেন মির্জাপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি মোন্না
ভেন্ডার, আওয়ামীলীগ নেতা নীলকুঠি বাজার পরিচালনা কমিটির সম্পাদক জামাল
উদ্দিন ভূইয়া মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোমেনুল ইসলাম মোমেন,
সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ,প্রমূখ।এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লায়লা
কানিজ লাকী বলেন, দেশরত্ব জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে
অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে অপশক্তি মাথা ছাড়া
দিয়ে উঠছে। আগামী নির্বাচন নস্যাৎ করতে বিএনপি জামায়াত অপতৎপরতা চালিয়ে
যাচ্ছে। আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন একত্রিত হয়ে কাজ করলে তারা পালাবার পথ
পাবে না। জনগন উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনা সরকারকে আবারো
ক্ষমতায় আনতে উন্মুখ হয়ে আছে।